আবদুল মালেককে বেবিচকের প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুল মালেক। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেবিচক তাকে এই নিয়োগ দেয়।
বেবিচকের প্রধান প্রকৌশলীর পিএস মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>> শাহজালাল বিমানবন্দরে এক প্রকল্পে ব্যয় বাড়লো প্রায় ২৭ কোটি টাকা
মোশাররফ হোসেন বলেন, বেবিচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান আগামী এক বছরের জন্য আবদুল মালেককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কাজের অগ্রগতি আরও বৃদ্ধি করার স্বার্থে প্রধান প্রকৌশলী পদে আবদুল মালেককে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। গত ৩০ ডিসেম্বর বেবিচকের চাকরির মেয়াদ শেষ হয়েছিল আবদুল মালেকের।
আরও পড়ুন>> থার্ড টার্মিনালের পরিচালন-রক্ষণাবেক্ষণ পিপিপিতে
এর আগে গত ৩০ ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন তিন শীর্ষ কর্মকতার চাকরির মেয়াদ একসঙ্গে শেষ হয়। তারা হলেন- মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেবিচকের চেয়ারমান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এরই মধ্যে সচিবকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এবং বেবিচক চেয়ারম্যানকে এক বছরের চাকরির মেয়াদ বৃদ্ধি করে তাদের নিয়োগ দিয়েছে সরকার।
এমএমএ/ইএ