বইমেলা শুরুর সময় পরিবর্তন
ঝড়-বৃষ্টির কারণে প্রকাশকদের দাবির প্রেক্ষিতে বইমেলার দিন না বাড়ালেও শুরুর সময় পরিবর্তন করেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- শুক্র ও শনিবার সকাল ১১টার পরিবর্তে ৩০ মিনিট এগিয়ে সাড়ে ১০টায় শুরু হবে মেলা। আর রোব ও সোমবার বিকেল ৩টার পরিবর্তে ১ ঘণ্টা এগিয়ে দুপুর ২টায় শুরু হবে।
প্রকাশকদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবারের বৃষ্টির পর প্রকাশকরা মেলার সময় আরো ৭দিন বাড়িয়ে দিতে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।
তবে দিন না বাড়িয়ে মেলা শুরুর সময় পরিবর্তন করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলা একাডেমি। বিজ্ঞপ্তি অনুযায়ী- শুক্র ও শনিবার মেলা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে আর শেষ হবে রাত ৮টায়। রোববার ও সোমবার মেলা শুরু হবে দুপুর ২টায় শেষ হবে যথারীতি রাত ৮টায়।
এমএইচ/এসএইচএস/আরআইপি