দুই লাখ ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

টেকনাফের শাপলাপুর এলাকা থেকে ফিশিং বোটে করে চট্টগ্রামে আসার পথে দুই লাখ ইয়াবাসহ ৫ কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজারের পেকুয়া মগনামা ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের কুতুবদিয়ার সিকদার পাড়া গ্রামের নুরুল আবছার (৩২), সদর থানার কুতুবদিয়া পাড়া গ্রামের মো. মেহের আলী (৩৯), উত্তর কুতুবদিয়া পাড়া গ্রামের আব্দুল হামিদ (৩৭), একই গ্রামের মো. কালু (২৩) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নুরু হাসান (৩৩)।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদে খবর পেয়ে বঙ্গোপসাগরের মগনামা ঘাটে ইয়াবাবাহী একটি ফিশিং বোট শনাক্ত করা হয়। এরপর স্পিডবোটের সাহায্যে অভিযান চালিয়ে ফিশিং বোটটি মগনামা ঘাট এলাকা থেকে আটক করা হয়। এসময় ৫ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

এসময় ওই বোট থেকে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়। তাদের মামলা পরবর্তী সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।