৩৪২ শ্রমিককে দুই কোটি টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩
সহায়তা প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

৩৪২ শ্রমিককে প্রায় দুই কোটি ১৭ লাখ টাকা সহায়তা দিয়েছে সরকার। রাজধানীসহ ঢাকা বিভাগের চার জেলার প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের এই সহায়তা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে সহায়তার চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়।

এর মধ্যে ঢাকা জেলার ২৩৮, গাজীপুরের ৩৮, টাঙ্গাইলের সাত এবং মানিকগঞ্জ জেলার শ্রমিকদের চিকিৎসা ও সন্তানদের উচ্চশিক্ষার জন্য এ সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন: শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশ দিচ্ছে না বেশিরভাগ প্রতিষ্ঠান

এসময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় ৮০৮ কোটি টাকা। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে এবং শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষায় সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা দেওয়া হয়। এ তহবিল থেকে এ পর্যন্ত ১৯ হাজার ৮৩৯ শ্রমিক এবং তাদের সন্তানকে ৯২ কোটি ২৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, পোশাক শ্রমিকদের জন্যও কেন্দ্রীয় তহবিল গঠন করেছে সরকার। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাকের মোট রপ্তানির শতকরা ০.০৩ ভাগ এ তহবিলে জমা হচ্ছে। এ তহবিলের মাধ্যমে ২০১৭ সাল থেকে প্রায় ২০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শ্রমিক-মালিকের পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ব

তিনি বলেন, দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান লভ্যাংশের নিদিষ্ট অংশের যে অর্থ জমা দেয়। তা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা হয়। এ এফডিআরের লাভের টাকা থেকে সহায়তা দেওয়া হচ্ছে। মূল টাকায় হাত দিতে হয় না।

প্রতিমন্ত্রী জানান, চা শ্রমিকদের কল্যাণের জন্যও রয়েছে তহবিল। এ তহবিলেও বর্তমানে জমার পরিমাণ ৭১৬ কোটি টাকা।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। বক্তৃতা দেন মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীসহ আরও অনেকে।

আরও পড়ুন: আধুনিক সমাজেও শ্রমিক শোষণ দৃশ্যমান

আইএইচআর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।