বালতির পানিতে পড়ে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু

বাথরুমে বালতির পানিতে পড়ে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আফিফা। রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর শ্যামপুরের একটি বাসায় এই ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. কবির হোসেন বলেন, কাজে ব্যস্ত ছিলেন আফিফার মা। এসময় সে দরজা খোলা পেয়ে বাথরুমে চলে যায়। খোঁজাখুঁজির পর বাথরুমে বালতির পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচার ধারণা, আফিফা বালতির পানি দিয়ে খেলা করতে করতে তার ভেতরে পড়ে যায়।
আফিফার গ্রামের বাড়ি শরিয়তপুরে। সে তারা বাবা-মায়ের সঙ্গে শ্যামপুরে থাকত। তার বাবা কামাল তালুকদার ওই এলাকায় একটি কারখানার শ্রমিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/জেআইএম