রাজধানীতে মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

রাজধানীর মুগদা ও কামরাঙ্গীরচর থানা এলাকায় পৃথক অভিযানে নয় হাজার ১০৬ পিস ইয়াবা ও চার কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. তাজেল (৪৬), মো. মুরাদ (৪৫) ও মো. সবুজ (২১)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল মুগদার মানিকনগর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা মূল্যের নয় হাজার ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজেল ও মুরাদকে গ্রেফতার করে।

অন্য অভিযানে গতকাল সোমবার র‌্যাব-১০ এর একটি দল কামরাঙ্গীরচরের মাদবর বাজার ট্রলার ঘাট এলাকা থেকে চার কেজি গাঁজাসহ সবুজকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১০।

আরএসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।