অফিস থেকে ঘরে ফেরা হলো না অতিরিক্ত পুলিশ সুপার মুকুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল (৫৬) অফিস শেষে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জাগো নিউজকে জানান, মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে স্যারকে নিয়ে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলাম। গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে স্যার অসুস্থ হয়ে পড়েন।

গাড়িচালক জানান, তখন তাকে গাড়িতে করে সমরিতা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।