দ্বন্দ্বে বন্ধুকে খুন: ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মামলায় শামীম শেখ (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শামীম দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, নড়াইলের নড়াগাতি থানা এলাকায় বন্ধুর সঙ্গে তর্ক-বিতর্কের জেরে নৃশংসভাবে কুপিয়ে বন্ধু রাজুকে হত্যার মামলায় মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে শামীমকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, ২০০৫ সালে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেফতার শামীম শেখ। জমি এবং বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক-বিতর্কের এক পর্যায়ে নিহত রাজু গ্রেফতার শামীমকে আঘাত করে। পরবর্তীতে শামীম সুস্থ হয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে শামীম।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, এক পর্যায়ে সুযোগ বুঝে পরিকল্পনা মোতাবেক শামীম ও তার ছয় সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি শামীম শেখ এবং তার ছয় সহযোগীকে আইনশৃঙ্খলা বাহিনী একে একে গ্রেফতার করে।

হত্যা মামলায় গ্রেফতার হওয়ার তিন মাস পর শামীম জামিনে মুক্তি পান। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত এ মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

টিটি/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।