রবিনহুড সোসাইটির মানববন্ধন

প্রাণী অধিকার রক্ষা ও আইন সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে প্রতিনিয়ত নানা কৌশলে পশু-প্রাণীকে নির্যাতন করা হচ্ছে। এখনো অনেকেই এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করতে নারাজ। আবার এসব অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে না। কারণ প্রাণীর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশে প্রচলিত আইন যথেষ্ট নয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) প্রাণী অধিকার রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। মানববন্ধনটি করেছে রবিনহুড দ্যা অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি। এসময় আরও অনেক পশু-প্রাণী প্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঘোড়ার গাড়ি বন্ধের দাবি

মানববন্ধনে সোসাইটির চেয়ারম্যান আফজাল খান বলেন, প্রায় প্রতিদিন ঢাকা শহরে বিভিন্ন এলাকায় পশু-প্রাণীর ওপর নির্যাতন করা হয়। মানুষ সব সময় বিনা কারণে তাদের লাথি মারে, ইট মারে, গরম তেল ও পানি মারে, চোখ উঠিয়ে ফেলে, এছাড়া ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। এমনকি কিছু অসুস্থ মানুষের দ্বারা ধর্ষণেরও শিকার হয় পশু-প্রাণী।

Animals-2.jpg

তিনি আরও বলেন, এসব অপরাধ রোধে দেশের প্রচলিত ‘প্রাণী কল্যাণ আইন’ যথার্থ নয়। আইনে অনেক ফাঁক রয়েছে। এ আইনে প্রাণীদের ওপর অনেক ধরনের নির্যাতন অপরাধ হিসেবে ধরা হয়নি। যার সংশোধন প্রয়োজন।

আরও পড়ুন: হাতির পিঠে চড়া বন্ধ জাতীয় চিড়িয়াখানায়

প্রাণী রক্ষায় শক্ত আইন হওয়া দরকার উল্লেখ করে আফজাল খান বলেন, যদি বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা বা আঘাত করে ও ধর্ষণ করে, অবশ্যই এর জন্য শক্ত আইন হওয়া উচিত।

আফজাল খান বলেন, যারা পশু-প্রাণীদের সহায়তা করতে যাচ্ছে তাদেরও নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। আমাদের সমাজে বা শহরের আশপাশে বিভিন্ন জায়গায় কেউ ক্ষুধার্ত প্রাণীকে খাওয়াতে গেলে সে ক্ষেত্রে তাদের ওপর বাধা সৃষ্টি করে লোকজন। আবার কেউ যদি ঘরের ভেতরে প্রাণী পোষতে চায় এবং সেটা যদি কারো ক্ষতি না করে তবুও তাকে বিভিন্ন লোকজন চাপ সৃষ্টি করে।

আরও পড়ুন: বিড়াল কাণ্ডে ব্রাজিলের কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

রবিনহুড দ্যা অ্যানিমেল রেসকিউয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে প্রাণী সচেতনতা, পুনর্বাসন ও উদ্ধার কাজ করে যাচ্ছে। ২০১৯ সাল থেকে সংগঠনটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সঙ্গে যুক্ত হয়েছে।

এনএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।