বিড়াল কাণ্ডে ব্রাজিলের কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ এএম, ১২ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে ব্রাজিল। কিন্তু বিড়াল কাণ্ড এখনো পিছু ছাড়ছে না সেলেসাওদের। কোয়ার্টার ফাইনালে ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়রের সাংবাদিক সম্মেলনে হঠাৎ করেই এক বিড়াল টেবিলের উপর বসে পড়ে৷ পরে তাকে অনেকটা উপর থেকে ফেলে দেওয়ার মত করেই নিচে ফেলে দেন ব্রাজিলের পরামর্শ ভিনিসিয়ুস রড্রিগেজ।

প্রানীর প্রতি এমন কাণ্ডে এবার চটেছে প্রাণী সুরক্ষা সংক্রান্ত এনজিও প্রতিষ্ঠানগুলো। তারা ব্রাজিলের কাছে বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছে।
ব্রাজিলের স্থানীয় কিছু প্রানী সুরক্ষা এনজিও এবং জাতীয় প্রাণী সুরক্ষা প্রতিষ্ঠান ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে ১ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ২ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে।

এনজিও প্রতিষ্ঠানের একজন সদস্য ব্রাজিলের গণমাধ্যমকে জানান৷ 'খুব নির্দয়ভাবে বিড়ালটিকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে।'

প্রাণী সুরক্ষা নিয়ে আইনী পরামর্শক হিসেবে কাজ করা আনা পাউলো দে ভাসকোনসেলোস বলেন, 'সকল প্রকার প্রাণীর অধিকার রক্ষায় আমি কাজ করে আসছি। আমি ঘটনাটি দেখেছি। আমার কাছে মনে হয়েছে তারা প্রানীটিকে সঠিকভাবে নিচে নামায়নি।'

তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এটি অস্বীকার করেছে। তারাও আইনি লড়াই করার ঘোষণা দিয়েছে। শেষ পর্যন্ত এনজিও প্রতিষ্ঠানগুলো প্রাণীর অধিকার রক্ষায় সফল হয় কিনা সেটিই দেখার বিষয়।

আরআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।