আজও চার পেসার, ইমরুলের পরিবর্তে সোহান


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

আগে থেকেই অনুমিত ছিল, অন্তত দুটি পরিবর্তণ হতে পারে বাংলাদেশ দলে। ইমরুল কায়েসকে যে দল থেকে বাদ দেয়া হবে সেটা ছিল একপ্রকার নিশ্চিতই। ২৪ বলে যিনি ১৪ রানের ইনিংস খেলেন, তাকে দলে রাখার কোন মানে হয় না- এমনটাই ছিল যুক্তি। যদিও তাকে নামানো হয়েছিলো ওপেনিংয়ের পরিবর্তে চার নম্বরে। আর একটি পরিবর্তনের সম্ভাবনা ছিল। একজন পেসার কমিয়ে আনা হতে পারে স্পিনার আরাফাত সানিকে।

তবে, ধারনার অর্ধেক বাস্তবায়ন করলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ইমরুল কায়েসের পরিবর্তে মাঠে নামানো হলো তরুন ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহানকে। বিপিএলে দারুণ পারফরমেন্সের পর জিম্বাবুয়ে সিরিজেও তিনি ছিলেন উজ্জ্বল। এছাড়া আর কোন পরিবর্তণ নেই বাংলাদেশ দলে। ভারতের বিপক্ষে যেমন চার পেসার নিয়ে খেলেছেন মাশরাফি, আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচেও চার পেসার নিয়ে মাঠে নামছেন তিনি।

মাশরাফি নিজে তো আছেনই। সঙ্গে রয়েছেন মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন এবং তাসকিন আহমেদ। স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে সাকিব আল হাসান। সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন। চাইলে সাব্বির রহমানকে ব্যবহার করতে পারবেন মাশরাফি।

বাংলাদেশ দল:
নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

আরব আমিরাত:
রোহান মোস্তফা, মোহাম্মদ কলিম, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ উসমান, সাইমান আনোয়ার, স্বপ্নিল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভেদ, আহমদ রাজা, ফাহাদ তারিক।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।