রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবকের লাখ টাকা খোয়া

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর পল্টন মোড় এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. রেজাউল করিম (৩৪) নামের এক যুবকের এক লাখ টাকা খোয়া গেছে। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।

রেজাউলের সহকর্মী মো. নুরুজ্জামান জানান, তারা পাওয়ার কন নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রেজাউল করিম সেখানকার সিস্টেম ইঞ্জিনিয়ার। প্রতিষ্ঠানের জেনারেটরের মালামাল কিনতে সদরঘাট যাওয়ার জন্য তিনি উত্তরা থেকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসে ওঠেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে কৌশলে তার কাছে থেকে এক লাখ টাকা নিয়ে যায়। পরে খবর পেয়ে তারা পল্টন মোড় এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, রেজাউলের গ্রামের বাড়ি ময়মনসিংয়ের ত্রিশাল থানায়। তিনি উত্তরা এলাকায় থাকেন। উত্তরাতেই অফিস।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কাজী আল-আমিন/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।