ইআরএফের সভাপতি দিলাল, সম্পাদক জিয়াউর


প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অর্থনৈতিক সাংবাদিকদের এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটের আগে একইস্থানে অনুষ্ঠিত হয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সংগঠনের গত দুই বছরের কার্যক্রম নিয়ে এবং অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ আর্থিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন তুলে ধরেন। এর উপর সাধারণ সদস্যদের আলোচনার পর প্রতিবেদন দুটো কণ্ঠভোটে পাস হয়।

বেলা সোয়া ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোটার সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দেন; একটি ভোট বাতিল হয়েছে।

সভাপতি পদে সাইফ ইসলাম দিলাল ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের চিফ রিপোর্টার এস এম জাহাঙ্গীর পেয়েছেন ৬০ ভোট। অপর সভাপতি প্রার্থী ডেইলি অবজারভারের জীবন ইসলাম পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অর্থসূচকের জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী পেয়েছেন ৪২ ভোট। এই পদের অপর প্রার্থী দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার হামিদ সরকার পেয়েছেন ৪১ ভোট।

সহ-সভাপতি পদে এসএ টেলিভিশনের বিজনেস এডিটর সালাহউদ্দিন বাবলু সর্বোচ্চ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের ডেপুটি এডিটর সুনীতি কুমার বিশ্বাস পেয়েছেন ৫৯ ভোট।

এছাড়া সংগঠনের সহ-সম্পাদক পদে চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার রিজভী নেওয়াজ, অর্থ সম্পাদক পদে বাসসের রাশেদুল ইসলাম, সদস্য পদে মানবকণ্ঠের বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করীম, নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের আজিজুর রহমান ও সকালের খবরের স্টাফ রিপোর্টার আসাদুল্লাহিল গালিব বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ইআরএফ অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতি পর্যালোচনার কাজ করে থাকে।

এসআই/এসকেডি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।