রুট পারমিটবিহীন দুই বাস ও এক লেগুনা ভাগাড়ে

রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজও অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বিআরটিএ ও ডিএমপি। অভিযানে রুট পারমিট না থাকা ও ঢাকা মহানগরীর বাইরে নিবন্ধিত দুটি বাস এবং একটি লেগুনা জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি পুলিশ এবং অন্য বাস ও লেগুনা দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বাসাবো বৌদ্ধমন্দির ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএর আদালত-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: রাজধানীতে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে অভিযান, ৩টি ডাম্পিং
অভিযানে রুট পারমিটবিহীন রাইদা পরিবহনের ঢাকা-মেট্রো-ব-১৫-১২০৬, ঢাকা মহানগরীর বাইরে নিবন্ধিত হলেও ঢাকা শহরে পরিচালনা করা ডি লিংক পরিবহনের ঢাকা-মেট্রো-ব-১৫-৭১১০ এবং রুট পারমিটসহ কোনো ধরনের কাগজপত্র না থাকায় ঢাকা-মেট্রো-ছ-১১-২৮১৪ নম্বর সম্বলিত একটি লেগুনা জব্দ করা হয়। এর মধ্যে রাইদা পরিবহনের বাসটি পুলিশ ডাম্পিং করে এবং ডি লিংক পরিবহনের বাস ও লেগুনা মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়।
এছাড়া রুট ভায়োলেশন, আসন সংখ্যা বেশি, কালো ধোঁয়া নির্গমন, ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন মেয়াদোত্তীর্ণ হওয়ায় আল বারাকা, হিমাচল, ঈগল, শরীয়তপুর, মিরপুর সুপার, ডি লিংক ও ঠিকানা পরিবহনের আট বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: সবুজবাগে ব্যাটারিচালিত ৯ রিকশা জব্দ
অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি বাস ও একটি লেগুনা জব্দ এবং ডাম্পিং করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এমএমএ/বিএ/এমএস