ঢাকায় ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের ২০ সদস্য গ্রেফতার

রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্র এবং কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক।
তিনি বলেন, সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা এবং কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ২০ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ‘হিরোইজম’ প্রকাশে পাড়া-মহল্লায় গড়ে উঠছে কিশোর গ্যাং
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কারওয়ান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এছাড়া বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএসএম/এমএইচআর/জিকেএস