রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো শ্রমিকের

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় পানতোষ মন্ডল (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসনাবাদ ব্রিজের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন পানতোষ মন্ডল। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মনিকা মন্ডল জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ ব্রিজের ঢাল এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন পানতোষ। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানতোষ মন্ডল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্র নগর এলাকার মিঠাই মন্ডলের সন্তান। দুই কন্যার জনক ছিলেন পানতোষ। অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/এমএস