কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে ধাক্কায় মো. শাহ আলম (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় কারওয়ান বাজার শুঁটকি পট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলম কুমিল্লার মনোহরগঞ্জ থানার কাশাইল গ্রামের মো. আনোয়ার উল্লাহমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিকান্দার আলী। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই সিকান্দার আলী বলেন, স্থানীয়রা জানিয়েছেন- নিহত যুবক মগবাজার স্বাধীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করতেন। মঙ্গলবার রাতে কমলাপুর থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

কাজী আল-আমিন/আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।