খাতুনগঞ্জে এবার ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানের একদিন পর অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

আরও পড়ুন: চিনির বাজার বাগে আনতে খাতুনগঞ্জে অভিযান

অভিযানের সময় প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয় ভাউচারের অসঙ্গতি পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স নিশাত এন্টারপ্রাইজ ও মেসার্স বিএন ট্রেডার্স।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, মূলত চিনির বাজার স্থিতিশীল রাখতে খাতুনগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যতালিকা, ক্রয় ও বিক্রয় ভাউচার, চিনির মজুত তদারকি করা হয়। বাজারে যথেষ্ট পরিমাণ চিনি মজুত রয়েছে বলে অভিযানে প্রতীয়মান হয়। অভিযান চলাকালে দুই প্রতিষ্ঠানে প্রদর্শিত মূল্যতালিকার সাথে বিক্রয় রসিদের মিল না পাওয়ায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

আরও পড়ুন: পাম অয়েলের সঙ্গে কাপড়ের রং মিশিয়ে ‘ঘাওয়া ঘি’

চিনির বাজারে অস্থিরতাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাতুনগঞ্জে অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে চড়া দামে চিনি বিক্রি, মূল্যতালিকা না থাকা এবং অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

ইকবাল হোসেন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।