পাহাড়তলীতে অবৈধ পলিথিন উৎপাদন, দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের পাহাড়তলীতে অবৈধ পলিথিন উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৮ ফেব্রুয়ারি) পাহাড়তলী থানায় মামলাটি দায়ের করেন অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লঅহ আল মতিন।
মামলায় এম এস আর প্যাকেজিং নামের পলিমোড়ক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী সাঈদ উদ্দিন আহম্মেদ চৌধুরী ও মো. রেজাউল করিমকে আসামি করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ ফ্রেব্রুয়ারি পাহাড়তলীর উত্তর কাট্টলী কর্নেল জোন্স রোড এলাকায় এম এস আর প্যাকেজিং কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ওই কারখানায় ছয় ধরনের পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের নমুনা সংগ্রহ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
পরে কারখানার দুই মালিক সাঈদ উদ্দিন আহম্মেদ চৌধুরী ও মো. রেজাউল করিমকে শুনানিতে ডাকে পরিবেশ অধিদপ্তর। শুনানিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের বিষয়টি স্বীকার করেন তারা। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস কারখানাটির দুই মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে ফৌজদারি মামলা দায়েরের আদেশ দেন। ওই আদেশের আলোকে বুধবার পাহাড়তলী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ইকবাল হোসেন/বিএ/জিকেএস