রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেফতার

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. আজিজুল মিয়া (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ বনশ্রী এলাকায় র্যাব-৩-এর একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় চোরাই মোটরসাইকেল চক্রের সক্রিয় সদস্য আজিজুল মিয়াকে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, আজিজুল মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেননি। তিনি চোরাইচক্রের সক্রিয় সদস্য। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন। দীর্ঘদিন তিনি চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএসএম/এএএইচ/জিকেএস