বিমানবন্দর থেকে প্রবাসীসহ দুজনকে অপহরণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
গ্রেফতার তিনজন/ছবি: সংগৃহীত

 

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগৈড় আলিয়াপাড়া এলাকা থেকে তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. রবিন হোসেন (২৪), মো. রমজান আলী (৪২), মো. এরশাদ (২৬)।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (১৩ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগৈড় আলিয়াপাড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে গত ১২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় অপহৃত মালয়েশিয়ান প্রবাসী মো. সাব্বির হোসেন (২৬) ও তার ছোট ভাই মো. শাহাদাত হোসেনকে (২৩) উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও তিন হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানিয়ে এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, ঘটনার দিন প্রবাসীকে ব্যাগসহ জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান গ্রেফতাররা। পরে মুক্তিপণ আদায় করতে মারধর করে ও হুমকি দিতে থাকে। তাদের একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। পরে আত্মীয়দের মোবাইলে কল দিয়ে সাড়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আত্মীয়রা ঘটনাটি র‌্যাবকে জানালে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও অপহৃতদের উদ্ধার করে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রবাসীর ছোট ভাই মো. শাহাদাত হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আরএসএম/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।