বিদেশে পালাতে গিয়ে ১০ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

বিদেশে পালানোর সময় চট্টগ্রামের রাউজান থেকে অপহরণ ও হত্যাসহ দণ্ডপ্রাপ্ত ১০ মামলার আসামি বাছনী ওরফে বাচুইন্যাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

এর আগে গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট এলাকা থেকে বাচুইন্যাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি রাউজান থানাধীন সামিদার কেয়াং গ্রামের জেবর মুল্লুকের ছেলে।

এসময় তার কাছ থেকে বিদেশ যাওয়ার পাসপোর্ট ও বিমানের টিকেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, গ্রেফতার বাচুইন্যার বিরুদ্ধে ১৯৯৭ সালের এক অপহরণ মামলায় ৭ বছরের সাজা দেয় আদালত। এছাড়া অপহরণ-হত্যাসহ ১০ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।