সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পজিটিভ ঢাকার ‘ভাষা উৎসব’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভাষা উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ঢাকা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের সামনে ৫২’র ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন পজিটিভ ঢাকার পজিটিভ স্কুলের শিক্ষকরা। সেই আলোচনা থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কুইজের সঠিক উত্তরদাতাদের চকলেট উপহার দেওয়া হয়।

এসময় ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ভাষা সৈনিকদের ত্যাগের কথা শুনে শিশুদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। একের পর এক প্রশ্ন করতে থাকে তারা। শিক্ষকরাও আনন্দ নিয়ে তাদের প্রশ্নের উত্তর দেন।

এরপর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের করা হয়। এদিন ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য খাবারের ব্যবস্থাও করা হয়।

পজিটিভ ঢাকা একটি মানবিক, সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অসহায় রোগীদের রক্তদানের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এম এম আরিফুল ইসলাম বলেন, পজিটিভ স্কুল আমাদের একটি নৈতিক শিক্ষামূলক কার্যক্রম। আমরা বিশ্বাস করি, একটি শিশুর সুন্দর জীবন পাওয়া তার অধিকার। তবে সমাজে এমন অনেক শিশুই বেড়ে উঠছে অবহেলা ও অনাদরে। এদের বৃহৎ অংশই পরিবার থেকে বিচ্ছিন্ন। এ কারণে বিভিন্ন অপরাধের সঙ্গে খুব সহজেই জড়িয়ে যায় তারা। এমন সুবিধাবঞ্চিত শিশুদের ভালোবাসা, প্রাথমিক ও নৈতিক শিক্ষাদানের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে পজিটিভ স্কুল।

তিনি বলেন, আমাদের এ পথচলায় অসাধারণ সব স্বেচ্ছাসেবীর সহায়তা পেয়েছি। মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া যাদের উদ্দেশ্য।

এসইউজে/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।