নানা প্রলোভনে মালয়েশিয়ায় মানবপাচার, গ্রেফতার এক
রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মো. রুহুল কুদ্দুস (৩৯) বেকার যুবকদের অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণা করে আসছিলেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. রুহুল কুদ্দুসকে গ্রেফতার করা হয়। তার বাড়ি যশোরের মনিরামপুরে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, কুদ্দুস এবং চক্রের অন্য সদস্যদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই। বরে পরও তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া বেকার যুবকদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ নানা লোভনীয় কথাবার্তা বলে ভুয়া ভিসায় মালয়েশিয়ায় পাঠান। এরপর মালয়েশিয়ায় অবস্থান করা তাদের অন্য সহযোগীরা ভুক্তভোগীদের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে একটি রুমে আটকে রাখতেন। এরপর তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন। এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মানবপাচার করে আসছে।
গ্রেফতার রুহুল কুদ্দুসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক।
আরএসএম/কেএসআর/এমএস