দারাজে অর্ডার, ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে চম্পট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০২ মার্চ ২০২৩
অভিযুক্ত মাহাফুজুল হক প্রভাত ও উদ্ধার করা মোবাইল ফোন

অনলাইন মার্কেটপ্লেস (ই-কমার্স) দারাজ থেকে পণ্য কেনার নামে প্রতারণার অভিযোগে মো. মাহাফুজুল হক প্রভাত (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে মোবাইল ফোন অর্ডার করেন। এরপর ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে সেই মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে মিরপুর মডেল থানার জোনাকী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহফুজ পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। তিনি মিরপুর মডেল থানার আহমেদনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

রাতে জাগো নিউজকে বিষয়টি জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন। তিনি বলেন, মাহফুজ এক মাস আগে অনলাইন মার্কেটপ্লেস দারাজে ফারিয়া নামে একটি অ্যাকাউন্ট খোলেন। গত ২৩ ফেব্রুয়ারি সেই অ্যাকাউন্ট থেকে তিনি একটি মোবাইল ফোন অর্ডার করেন। পরদিন সেই মোবাইল ফোন ডেলিভারি দিতে আসেন ডেলিভারিম্যান রানা।

ফারিয়া নামে অর্ডার করলেও ওই মোবাইল ফোন রিসিভ করতে আসেন মাহফুজ। এ সময় তিনি নিজেকে ফারিয়ার ভাই পরিচয় দেন। এরপর ওই মোবাইল ফোন ফারিয়াকে দেখাবেন বলে বাসায় যাওয়ার নাম করে পালিয়ে যান।

এ বিষয়ে ডেলিভারিম্যান রানা অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মাহফুজকে গ্রেফতার করা হয়।

দারাজ কর্তৃপক্ষ জানায়, ইদানিং ক্রেতা সেজে অনেকেই তাদের সঙ্গে প্রতারণা করছেন। মাহফুজও এমন একজন।

টিটি/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।