ঐতিহাসিক ৭ মার্চ পালন রেড ক্রিসেন্টের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৭ মার্চ ২০২৩

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। মঙ্গলবার (৭ মার্চ) সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সোসাইটির জাতীয় সদরদপ্তরে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। সদরদপ্তর ছাড়াও দেশের ৬৪ জেলায় ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে পালিত হয়েছে দিবসটি।

সকাল সাড়ে ৮টায় সদরদপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন মহাসচিব কাজী শফিকুল আযম। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রাজিয়া সুলতানা লুনা, উপ-মহাসচিব সুলতান আহমেদ, সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারী এবং যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পরপরই সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সদরদপ্তর চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়েই এদেশের মানুষের মধ্যে দেশপ্রেমের বীজ বপন হয়। তার ভাষণই বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছে, যা আজ বিশ্ব পরিমণ্ডলে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃত।

সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, প্রকৃত অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজও লড়াই চলছে। আর সরকারের এই লড়াইয়ে সহযোগী হিসেবে শামিল আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

পরে সোসাইটির ইউনিট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক নাজমা পারভীনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির লিগাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশসহ বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা এবং যুব-স্বেচ্ছাসেবকরা।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।