এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৭ মার্চ ২০২৩

এভিয়েশন খাত সংশ্লিষ্টদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। ২০২৩-২০২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও সেক্রেটারি জেনারেল পদে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।

মঙ্গলবার (৭ মার্চ) এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। নতুন কমিটির বিবিধ দায়িত্ব এবং নির্বাহী কমিটির সদস্য হিসেবে মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, সাউথ এশিয়ান এয়ারলাইন্সের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, বিআরবি এয়ার লিমিটেডের পারভেজ রহমান এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমির জনাব মোহাম্মদ ইউনুছ।

দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

এমএমএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।