দেশের দুর্যোগ-দুর্বিপাকে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১০ মার্চ ২০২৩

নানা কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এ উপলক্ষে ‘ডিজিটাল সাংবাদিকতা: নারীর চ্যালেঞ্জ ও ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সহযোগিতা করে স্কয়ার টয়লেট্রিজ ও বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ।

প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, দেশের দুর্যোগ, দুর্বিপাকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে নারীরা। আমাদের দেশে নারীদের সামনে আসা এবং এগিয়ে যাওয়ার বিষয়টি সহজ ছিল না। নারীদের অধিকার নিশ্চিত এবং সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ পদে নারীদের সুযোগ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী ক্ষমতায়নে সরকারের উদ্যোগ এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের প্রান্তিক অঞ্চলে নারী শিক্ষায় উন্নয়ন সহযোগী সংস্থার অবদান অনস্বীকার্য।

বেগম মতিয়া চৌধুরী আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসে এটাই চাইবো যে, নারীরা মানুষ হিসেবেই স্বীকৃতি পাক। আর অন্য কিছু চাচ্ছি না।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, বিডব্লিউসিসিআই-এর প্রতিষ্ঠাতা পরিচালক নাজমা জামাল উদ্দিন।

jagonews24

এসময় ডিআরইউর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরইউর সাবেক নারী বিষয়ক সম্পাদক আইরিন নিয়াজী মান্না। সঞ্চালনা করেন ডিআরইউর নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, মহসিন বেপারী ও কিরণ শেখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। দিবসটি উপলক্ষে বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মতিয়া চৌধুরীসহ অন্য অতিথিরা।

পরে ডিআরইউর নারী সদস্যদের জন্য নির্মিত কমন রুম উদ্বোধন করেন সাংবাদিক শ্যামল দত্ত। এর আগে সকালে র্যালির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। র্যালিতে সংগঠনের সদস্যরা অংশ নেন।

আইএইচআর/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।