অর্থনৈতিক অঞ্চলে সৌদির জন্য জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৌদি আরবের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) জমির প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশটির কাছ থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ চেয়েছেন।
ঢাকা সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে গেলে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চাই।
আরও পড়ুন: বাংলাদেশের পণ্য সৌদি ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
বৈঠকে সৌদি আরবের মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, তার দেশের শীর্ষ বিনিয়োগকারীরা বাংলাদেশে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
আরও পড়ুন: ঢাকায় বিজনেস সামিটে অংশ নেবেন সৌদির বাণিজ্যমন্ত্রী
এসময় সৌদি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আমলাতান্ত্রিক সমস্যা সমাধান করে বিনিয়োগ পদ্ধতি সহজ করার আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিনিয়োগ পদ্ধতি সহজ ও দ্রুত করার জন্য বলেছেন।
আরও পড়ুন: এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি
সৌদি মন্ত্রী বলেন, তাদের ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আগ্রহী।
তখন প্রধানমন্ত্রী বলেন, তার দেশ সৌদি ক্রাউন প্রিন্সকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এসময় সৌদি মন্ত্রী প্রধানমন্ত্রীকে ওমরাহ পালনের আমন্ত্রণ জানান। খবর: বাসস
জেডএইচ/