কালবৈশাখী-শিলাবৃষ্টি নিয়ে চাষিদের সতর্ক করলো ব্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১১ মার্চ ২০২৩

দেশের কোন কোন জেলায় বুধবার (১৫ মার্চ) থেকে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে, তা জানিয়েছে বাংলাদেশে ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি)।

ব্রির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৫-১৯ মার্চ দেশের অনেক জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে। ১৫ মার্চ সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি শুরু হয়ে ২১ মার্চ দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। ওই সপ্তাহে দেশের কোনো কোনো জেলায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ৭০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

এনএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।