মিরপুরে জামায়া‌তের ‘গোপন বৈঠক’, অভিযানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ এএম, ১২ মার্চ ২০২৩

রাজধানীর মিরপুরে ক্যাপিটাল মার্কেটের ফোর সি রেস্টুরেন্টে জামায়াত ইসলামী নেতাকর্মীদের ‘গোপন বৈঠকে’র খবর পে‌য়ে অভিযান চালি‌য়েছে পুলিশ। অভিযানে বেশ কয়েকজন জামায়া‌ত নেতাকর্মী‌কে আটক করা হয়েছে। শ‌নিবার (১১ মার্চ) রাতে‌ এ অভিযান চালানো হয়।

দারুসসালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টা থেকে জামায়া‌ত নেতাকর্মীদের বৈঠ‌কের বিষ‌য়ে জানা যায়। প‌রে সেখানে প্রায় টানা দুই ঘণ্টা অভিযান চালা‌নো হয়। অভিযানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।