প্রধানমন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রীকে স্মারকলিপি


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০২ মার্চ ২০১৬

ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরিতে স্থায়ী ও পেনশনের সুবিধার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার তারা স্মারকলিপি দিয়েছেন।

এরপরও দাবি বাস্তবায়ন না হলে কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানিয়েছেন কল্যাণ সমিতির সভাপতি রুহুল কুদ্দুস তপন।

অবিলম্বে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আন্দোলন করতে চাই না। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাই। সরকার যদি আমাদের আন্দোলনকে গুরুত্বের সঙ্গে না নেয় তবে ভুল করবে।

আরএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।