গভীর রাতে জঙ্গি সংগঠনের সদস্যদের ধর‍তে পাহাড়ে র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪০ এএম, ১৩ মার্চ ২০২৩
ফাইল ছবি

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ছত্রছায়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাহাড়ে অবস্থানরত জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব।

রোববার (১২ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে বান্দরবানের টংকাবতী এলাকায় র‍্যাবের এ অভিযান শুরু হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বান্দরবানের টংকাবতী এলাকায় নতুন জঙ্গি সংগঠনের সদস্যরা পাহাড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত থেকে তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে সকালে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।