কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে মেয়র আতিকের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ১৩ মার্চ ২০২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (১২ মার্চ) দিনগত রাত ১২টায় কাউন্সিলর সালেক মোল্লাহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল সত্তর (৭০) বছর। তিনি দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

ডিএনসিসি মেয়র শোকবার্তায় বলেন, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি একজন সদাবিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন। সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনি কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।

শোকবার্তায় আরও বলেন, সালেক মোল্লাহ একজন সফল কাউন্সিলর হিসেবে সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে ডিএনসিসি পরিবারের একজন সদস্যকে হারালাম। ১৫ নম্বর ওয়ার্ডবাসী একজন সত্যিকারের সেবককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

এমএমএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।