শ্রীপুরে নির্মাণাধীন কারখানার সাটারিং ভেঙে ৫ শ্রমিক আহত


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০২ মার্চ ২০১৬

গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন কারখানার ছাদের সাটারিং ভেঙে ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল তিনটার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এএসএম কেমিক্যাল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, এএসএম কেমিক্যাল কারখানার তিন তলার সমান উচ্চতার বিল্ডিং এর ছাদের সাটারিং শেষে ঢালাই দেয়ার কাজ চলছিল। এসময় হটাৎ সাটারিংটি ভেঙে পড়ে। এসময় ছাদের উপর ঢালাইয়ের কাজে নিয়োজিত অন্তত ৫ জন শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
                    
আমিনুল ইসলাম/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।