রাজনীতিতে এখন সবচেয়ে বড় আকাল চলছে


প্রকাশিত: ১২:০১ পিএম, ০২ মার্চ ২০১৬

বর্তমানে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় আকাল চলছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২ মার্চ) পতাকা উত্তোলন দিবসের এই আলোচনা সভার আয়োজন করে ২ মার্চ উদযাপন পরিষদ।

কাদের সিদ্দিকী বলেন, দেশের রাজনীতিতে আকাল চলার কারণে স্বাধীনতা যুদ্ধে যাদের বিন্দুপরিমাণ অবদান নেই, তারা আজ বড় বড় কথা বলছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্নার মুক্তি দাবি করে তিনি বলেন, অবিলম্বে মান্নাকে মুক্তি দেওয়া হোক অথবা বিচার করে প্রয়োজনে ফাঁসি দেওয়া হোক। বিনা বিচারে কাউকে এভাবে কারাগারে রাখা যায় না।

একই আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আ স ম আবদুর রব বলেন, দেশ আজ গভীর সংকটে, সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই সে হয় রাষ্ট্রদ্রোহী, না হয় রাজাকার।

জঙ্গি নিধনের নামে সরকার বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রব বলেন, জাতিকে রক্ষা করতে হলে তৃতীয় রাজনৈতিক শক্তিকে আরো সংগঠিত হয়ে কাজ করতে হবে।

২ মার্চ উদযাপন পরিষদের আহ্বায়ক শহীদুল্লাহ ফরায়জী`র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেএসডির সাধারণ সম্পাদক আবদুর মালেক রতন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম প্রমুখ।

এএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।