কুমিল্লায় দুই শিশু অপহরণ : ৬ ঘণ্টা পর উদ্ধার
কুমিল্লা মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ইক্রা স্কুল ও মাদ্রাসার সহোদর দুই শিশু ছাত্রী মিফতাহুল জান্নাত ও নাজিয়া সুলতানা মাহীকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের ওই মাদ্রাসা থেকে অপহরণ করা হয়। পরে কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে জেলার চৌদ্দগ্রাম থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে। অপহৃতরা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং এদের মধ্যে মিফতাহুল জান্নাত ওই শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণিতে ও তার বোন নাজিয়া সুলতানা মাহী দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, ইক্রা স্কুল ও মাদ্রাসার সহোদর দুই শিশু ছাত্রী মিফতাহুল জান্নাত ও নাজিয়া সুলতানা মাহী প্রতিদিনের মতো বুধবার সকালে ওই স্কুলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আত্মীয় পরিচয়ে বোরকা পরিহিত দুই মহিলা তাদেরকে ইক্রা স্কুল থেকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে তাদের মায়ের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের টিম অভিযানে নামে। র্যাব জানায়, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জেলার চৌদ্দগ্রাম থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ২ শিশু ও অপহরণকারী এক মহিলাকে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হচ্ছিল বলে র্যাবের একটি সূত্র জানিয়েছে।
মো. কামাল উদ্দিন/ এমএএস/এবিএস