প্রথমবার একসঙ্গে গাইলেন শহিদ ও ঐশী


প্রকাশিত: ০১:০০ পিএম, ০২ মার্চ ২০১৬

তরুণ নির্মাতা হাসান ফুয়াদ পরিচালিত ‘কাঁটা’ চলচ্চিত্রের জন্য একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়ক শহীদ এবং কণ্ঠশিল্পী ঐশী। এই দ্বৈত গান দিয়েই প্রথমবার একসঙ্গে গাইলেন দুই তারকা।

‘পারবো না ভুলতে তোমায়’ শিরোনামের গানটির রেকডিং হয়েছে গতকাল মঙ্গলবার রাতে। গানটির কথা লিখেছেন গীতিকার জিয়াউদ্দিন আলম। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার মুশফিক লিটু।

এই গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন ‘কাঁটা’ ছবির জুটি পারভেজ-সুস্মি- এমনটাই জানালেন পরিচালক। তিনি বললেন, ‘শহীদ ভাই ও ঐশী দুজনই আমার প্রিয় শিল্পী। তাদের কণ্ঠে নিজের ছবিতে গান করতে পারলাম ভাবতে ভালো লাগছে। গল্পকে অনুসরণ করে চমৎকার কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। আশা করছি পারভেজ ও সুস্মির অভিনয়ে গানটি প্রাণবন্ত হয়ে উঠবে।’

ছবিটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘একটি মেয়ের জীবনে উদ্ভূত নানা সমস্যা ও তা থেকে উত্তরণের প্রচেষ্টাই দেখানো হবে কাঁটা ছবিতে। এখানে মেয়েটির শিক্ষা গ্রহণ করতে শহরে আসা, এখানে তার চলাফেরার নানা প্রতিবন্ধকতা, একটি ছেলের প্রেমে পড়ার পর পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়া এবং তা মোকাবিলা করার মধ্য দিয়ে হৃদয়ে দাগ কেটে যাবার মতো একটি সমাপ্তি দেখতে পাবেন দর্শক।’

নির্মাতা আরো বলেন, ‘আগামী ১০ মার্চ থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবনে ছবির চিত্রায়নের কাজ শুরু হবে।’

এ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করবেন ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, আব্দুল্লাহ সাকী প্রমুখ।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।