জয়ের দেখা পেলো রিয়াল
দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার পয়েন্ট তালিকার তলানিতে থাকা লেভান্তেকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
মালাগার মাঠে ড্রয়ের পর অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ঘরের মাঠে হার। এমন সমীকরণ নিয়ে লেভান্তের বিপক্ষে মাঠে নামে রিয়াল। দুই ম্যাচ হারের ক্ষত পুষিয়ে নিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল, কিন্তু হামেস রদ্রিগেসের ক্রসে রোনালদোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
ম্যাচের ৩৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাসকেসকে বক্সের মধ্যে লেভান্তে ডিফেন্ডার লুকাস অর্বান ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এর চার মিনিট বাদে লেভান্তে গোলরক্ষকের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০ হয়।
দুই গোলে পিছিয়ে পড়ে পরের মিনিটেই দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান কমায় লেভান্তে। রিয়ালের ভঙ্গুর রক্ষণের দুর্বলতায় ১২ গজ দূরে বিনা বাধায় নেওয়া শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের ফরোয়ার্ড দেইভেরসন। ফলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
বিরতি থেকে ফেরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৬৬তম মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিলেন রোনালদো। অফসাইডের ফাঁদ এড়িয়ে রদ্রিগেসের পাস ধরে কাছ থেকে নেওয়া তার শট পোস্টে বাধা পায়। তবে যোগ করা সময়ে ইসকোর নৈপুণ্যে জয় নিশ্চিত করা গোলটি পেয়ে যায় রিয়াল। গোললাইন থেকে রোনালদোর বাড়ানো বল ধরে মারিনোকে পরাস্ত করে দলকে ৩-১ এর জয় এনে দেন রদ্রিগেস।
এ জয়ে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট হল রিয়ালের। সমান ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
এমআর/আরআইপি