ক্যান্সারের কাছে হেরে বিদায় নিলেন মার্টিন ক্রো
দীর্ঘসময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন কিউই কিংবদন্তী টেস্ট ব্যাটসম্যান মার্টিন ক্রো। মাত্র ৫৩ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন এই ব্যাটসম্যান। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্রিকইনফো এ তথ্য নিশ্চিত করেছে।
মাত্র ১৯ বছর বয়সে ১৯৮২ সালে নান্দনিক এ ক্রিকেটারের অভিষেক হয়। ১৯৯০-১৯৯৩ সাল পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলের নেতৃত্ব দেন ক্রো। স্পিন অ্যাটাক দিয়ে ইনিংস শুরু, ফিল্ডিংয়ে বৈচিত্র্যময় পরিবর্তন, পিঞ্চ হিটার ব্যাটসম্যানদের সঠিক ব্যবহারের পাশাপাশি ক্রিজে নতুন নতুন স্টাইলের প্রবর্তক হিসেবে মার্টিন ক্রো’র নাম সবার আগে।
বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এ লিজেন্ড উত্তরসূরী ব্রেন্ডন ম্যাককালামের হাতে অধরা বিশ্বকাপ ট্রফিটা দেখে যেতে চেয়েছিলেন। সেজন্য মরণব্যাধিকে সঙ্গে নিয়েই জীবনের ‘শেষ ম্যাচ’ দেখতে গত বছরের ২৯ মার্চ ১১তম বিশ্বকাপ ফাইনালে মেলবোর্ন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মার্টিন ক্রো। সে সময় ম্যাচ দেখতে আসা প্রসঙ্গে ক্রো বলেন, আমার অনিশ্চিত জীবন আমাকে খুব বেশি ম্যাচ দেখার আর সুযোগ দেবে না। হয়তো এটাই আমার সর্বশেষ ম্যাচ, এটা পেয়েই আমি আনন্দিত।
১৯৬৫ সালের ২২ সেপ্টেম্বর অকল্যান্ডের হেন্ডারসনে জন্মগ্রহণ করেন কিউইদের কিংবদন্তী এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের হয়ে ৭৭ টেস্টে ৪৫.৩৬ ব্যাটিং গড়ে সংগ্রহ করেছেন ৫৪৪৪ রান। টেস্টে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়ে কিউদের পক্ষে শতকের তালিকায় শীর্ষে তিনি।
এমআর/আরআইপি