লাইসেন্সহীন হজ এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৯ মার্চ ২০২৩

লাইসেন্সবিহীন হজ এজেন্সির সঙ্গে লেনদেন না করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৯ মার্চ) লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/কাফেলা নামে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়, হজযাত্রী ও হজ এজেন্সিসহ হজ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ও ওমরাহ লাইসেন্স নেই এমন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম কিংবা লাইসেন্সবিহীন বিভিন্ন কাফেলার নামে হজ ও ওমরাহ যাত্রী সংগ্রহ এবং তাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে হজযাত্রীরা এবং হজ এজেন্সি প্রতারণা ও হয়রানির স্বীকার হচ্ছেন। তাই ধর্ম মন্ত্রণালয়ের স্বীকৃত হজ এজেন্সি সম্পর্কে (www.hajj.gov.bd) নিশ্চিত হয়ে এজেন্সির সঙ্গে সরাসরি লিখিত চুক্তি সম্পাদন করে লেনদেন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

হজে নেওয়ার নামে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি/গ্রুপ/গ্রুপ লিডার/কথিত মোয়াল্লেম/কাফেলার সঙ্গে হজ সংক্রান্ত যে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি এ রূপ ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এখন হজের নিবন্ধন চলছে। আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন করা যাবে।

আরএমএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।