আবারো গুঞ্জনে বিরাট-আনুশকার সম্পর্ক
মাঝখানে শোনা গিয়েছিলো সম্পর্ক ভেঙ্গে গেছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার। আনুশকার সঙ্গে জড়িয়ে বিরাটের ফর্ম অফ হয়ে যাওয়াই ছিলো সম্পর্ক নষ্টের কারণ।
তবে নতুন করে আবারো আলোচনায় এসেছে এই জুটি। জানা গেল, সম্পর্ক এখনো চুকে বুকে যায়নি। নইলে কি আর পাক্স্তিানের বিপক্ষে ভালো খেলার জন্য বিরাটকে ফোন করে শুভেচ্ছা জানান প্রেমিকা আনুশকা!
জানা গেছে, মিরপুরে আয়োজিত এশিয়া কাপের টি-২০ খেলায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সেই জয়ে ম্যান অফ দ্য ম্যাচ-এর খেতাব পান বিরাট কোহলি। এই খেলা শেষে বিরাটের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত পুরো ভারত। তবে তার কাছে এই জয়ের আনন্দ দ্বিগুণ হয়ে এসেছে বিশেষ শুভেচ্ছাবার্তায়। আর সেটি দিয়েছেন আনুশকা।
সূত্রের খবর, বিরাট কোহলির এই সাফল্যে অত্যন্ত খুশি হয়েছেন অানুশকা শর্মা। আর তাই মান অভিমানের পালা মিটিয়ে নিজেই এগিয়ে এসে বিরাটকে জানিয়েছেন শুভেচ্ছা। আর তাতেই এই সম্পর্ক নিয়ে নতুন করে হিসেবের খাতা খুললন তারকাদ্বয়ের ভক্তরা।
এলএ