ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পরিবেশ বিষয়ে সম্মেলন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২০ মার্চ ২০২৩

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্থ ক্লাবের প্রথম ডিআরএমসি আলফা ন্যাশনাল নেচার অ্যান্ড আর্থ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনের বিষয়বস্তু ছিল ‘আমাদের ঢাকাকে রক্ষা করা’।

এতে প্রধান অতিথি ছিলেন বিজেএমসির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মুবারক আহমেদ খান, বিশেষ অতিথি উইন ইনকরপোরেটের প্রতিষ্ঠাতা ও সিইও ড. কাশফিয়া আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ-ক্লাব কো-অর্ডিনেটর মোহাম্মদ নুরুন্নবী ও ক্লাব মডারেটর মো. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মুবারক আহমেদ খান বর্তমান প্রকৃতির ভয়াবহ অবস্থা এবং এ থেকে উত্তরণের উপায় তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন ড. কাশফিয়া আহেমদ। তিনি পরিবেশ দূষণরোধে শিক্ষার্থীদের করণীয় ভূমিকা তুলে ধরেন। প্রকৃতি সংরক্ষণে রেমিয়ান্স নেচার অ্যান্ড আর্থ ক্লাবের ভূমিকা তুলে ধরেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এই কনফারেন্সে শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতন গড়ে তোলার লক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। প্রকৃতি নিয়ে শিক্ষার্থীদের চিন্তাধারা, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ও ওপেনকুইজ। এছাড়াও ছিল ডিআরএমসি ন্যাশনাল নেচার, অ্যাস্ট্রো অ্যান্ড ওশেনোগ্রাফি অলিম্পিয়াড। অনলাইন এই ইভেন্টে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী।

এরপর পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। সব ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধ্যক্ষ ও চিফ ক্লাব কো-অর্ডিনেটর।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।