আবারো ছোট পর্দায় তিন্নি


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৩ মার্চ ২০১৬

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী শ্রাবস্তী দত্ত তিন্নি দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। অনেকটা আড়ালেই থাকছেন আজকাল।

গেল বছরের শেষের দিকে বিয়ে করে আলোচনায় আসলেও কিছুদিন পরই তিন্নি আবার হারিয়ে গেলেন। তার কিছুদিন পর হুট করেই শোনা গেল নতুন নাটকে অভিনয় করছেন এই মডেল ও অভিনেত্রী। এও শোনা গেল, খামখেয়ালিতে মত্ত এই তারকা সেই নাটকের শিডিউলও ফাঁসিয়েছিলেন।

তারপর অনেকগুলো মাস কেটে গেল কোনো নতুন খবর ছাড়াই। তিন্নি ভক্তদের জন্য এবার নতুন খবরটি হলো টেলিভশনের পর্দায় হাজির হচ্ছেন এই প্রিয়মুখ। বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘আমার আমি’তে অতিথি হয়ে আসছেন শ্রাবস্তী দত্ত তিন্নি।

অনুষ্ঠানে তিন্নি তার ভালো লাগা মন্দ লাগা একই সাথে সাংসারিক এবং পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। এছাড়া তিন্নি তার ক্যারিয়ারের উত্থান-পতনসহ নানা আলাপে মেতে উঠবেন।

রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় রেকর্ড করা অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।