বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২০ মার্চ ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

আরও পড়ুন>> প্রস্তুতি দেখতে টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি

এতে বলা হয়, সোমবার সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩১/১-এস এর সন্নিকটে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অন্যদিকে, মিয়ানমারের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নম্বর (২) বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিয় নাইং সোই।

পতাকা বৈঠকে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয় এবং উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।

আরও পড়ুন>> ইউক্রেন যুদ্ধের কারণে রোহিঙ্গা পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে

আরএসএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।