ট্রাকে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, হেলপারের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ২১ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে সাদ্দাম সর্দার (২৬) নামে এক যুবক মারা গেছেন। ওই যুবক ট্রাকের হেলপার ছিলেন। এ ঘটনায় মো. হিমেল নামে একজন আহত হন।

মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার একটি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা 

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মুগদার দেশ সিএনজি পাম্প স্টেশনে ভোর ৫টার দিকে ট্রাকে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ হলে হেলপার সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হিমেল নামে আরও একজন আহত হন। হিমেলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত যুবকের নাম ছাড়া পুরো পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। আহত হিমেল জরুরি বিভাগে চিকিৎসাধীন।

নিহতের চাচাতো ভাই মামুন তালুকদার বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়েছি। পরে শরীয়তপুর থেকে ঢামেক হাসপাতাল মর্গে এসে ছিন্নভিন্ন মরদেহ শনাক্ত করি।

সাদ্দামের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার চামতা গ্রামে। বাবার নাম সালাম তালুকদার। যাত্রাবাড়ীতে একটি মেসে থাকতেন। প্রায় তিন বছর ধরে একই মালিকের অধীনে ট্রাকের হেলপারি করে আসছিলেন।

কাজী আল আমীন/এমএইচআর/জেএইচ/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।