কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাঘৈর আলীয়াপাড় থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম নিজাম উদ্দিন। মঙ্গলবার (২১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
গ্রেফতার নিজাম উদ্দিন মিয়ার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের খালপাড়ে।
আরও পড়ুন: দিনে দোকানদারি, রাত হলেই মিরপুরের ভয়ংকর ছিনতাইকারী তারা
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২০ মার্চ) র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর আলীয়াপাড় এলাকায় অভিযান চালায়। এসময় জাল-জালিয়াতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নিজাম উদ্দিন মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার আসামি ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএসএম/জেডএইচ/জেআইএম