শাহ আমানতে পৌনে তিন কেজি সোনার বার জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৩২ এএম, ২৩ মার্চ ২০২৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ২৩টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে ওই যাত্রীর কাছ থেকে দুই কেজি ৭শ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টিম দুবাই থেকে থেকে ‘বিজি ১৪৮’ বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী জিয়া উদ্দিনের শরীর তল্লাশি করে লুকানো ২৩ পিস স্বর্ণবার আটক করেছে।

ইকবাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।