২২ বছরে পা দিলেন জাস্টিন বিবার
খুব অল্প বয়সেই খ্যাতির চূঁড়ায় পৌঁছে গেছেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। এ বছর পেয়ে গেলেন অধরা গ্র্যামি অ্যাওয়ার্ডও। আজ ছিলো এ তারকা ২২তম জন্মদিন। ক্যারিয়ারের শুরুতেই ‘বেবী’ গান দিয়ে জনপ্রিয়তা পান এই ক্ষুদে তারকা। এরপর ‘সরি’ ও ‘হোয়াট ডু ইউ মিন’র মতো আরো অসংখ্য জনপ্রিয় গানে কন্ঠ দেন তিনি।
তবে নিজের ২২তম জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেননি বিবার। আপাতত বিবার অবকাশ যাপন করছেন গোপন এক দ্বীপে। কোথায় সে দ্বীপ সে ব্যাপারে কিছুই জানা যায়নি। আর জন্মদিন উপলক্ষে সে দ্বীপেই আইস স্কেটিং করে জন্মদিন পালন করছেন এ তারকা।
আরএএইচ/এলএ/পিআর