ঢাকার জলাবদ্ধতা নিরসনে সহযোগিতার আশ্বাস নেদারল্যান্ডসের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৩ মার্চ ২০২৩
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর গুলশানে নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কার্যালয়ে এক বৈঠকে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন।

আরও পড়ুন: ঢাকার জলাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ: তাজুল

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরে প্রতিনিয়ত ভবন নির্মাণ হচ্ছে। ওপেন স্পেস ও জলাধারগুলো প্লটে রূপান্তর করে নির্মাণ হচ্ছে নতুন নতুন ভবন। এই শহরকে বাঁচাতে হলে জলাবদ্ধতা নিরসনে শহরের জলাধারগুলোর সমন্বিত টেকসই উন্নয়নের কোনো বিকল্প নেই। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত টেকসই উন্নয়নে নেদারল্যান্ডস আমাদের আর্থিক ও কারিগরি সহযোগিতা দিতে পারে।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সহযোগিতার আশ্বাস নেদারল্যান্ডসের

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, নেদারল্যান্ডসের শহরে দেখেছি দৃষ্টিনন্দন খাল। খালে নৌযান চলাচল করে। নেদারল্যান্ডসের খালের আদলে ঢাকার খালগুলোর উন্নয়ন করতে চাই। জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ডসের উত্তম কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।

আরও পড়ুন: ঢাকার জলাশয় রক্ষায় আর উদাসীনতা নয়

এসময় ডিএনসিসি এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনা, স্যানিটেশন সিস্টেম, রিটেন পন্ড ও খালগুলোর সমন্বিত টেকসই উন্নয়নে নেদারল্যান্ডসের কারিগরি এবং আর্থিক সহযোগিতার আহ্বান করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সহযোগিতার আশ্বাস নেদারল্যান্ডসের

জবাবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন ম্যানেজমেন্ট ও খালগুলোর টেকসই উন্নয়নে কাজ করতে আগ্রহী নেদারল্যান্ডস। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: জলাবদ্ধতা রোধে জলাধার ভরাট বন্ধ করতে হবে: আইপিডি

বৈঠকে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুজিবুর রহমান, ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফোলকার্ট ডি জ্যাগার ও ইকোনমি অ্যান্ড কমার্শিয়াল বিষয়ক উপদেষ্টা মন্নুজান খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।